নতুন দিশায় মজেছেন টাইগার, দেখে নিন কার সঙ্গে প্রেম করছেন নায়ক
ODD বাংলা ডেস্ক: কদিন আগে দিশা পাটানির প্রেমিকের ছবি ভাইরাল হয়েছিল। এবার জানা গেল টাইগার স্রফের প্রেমের কথা। দিশা ধনুকার সঙ্গে প্রেম করছেন টাইগার স্রফ। প্রায় দেড় বছর হল সম্পর্কে আছেন তাঁরা। মুম্বইয়ের এক প্রোডাকশন হাউজে কাজ করেন দিশা। স্ক্রিপ্ট থেকে ফিটনেস-সব বিষয় খোলামেলা আলোচনা করেন। তাদের মধ্যে প্রেম তো বটেই সঙ্গে এক গাঢ় বন্ধুত্ব আছে। টাইগারের পরিবারের সকলেই চেনেন দিশা ধনুকাকে। সদ্য ভাইরাল হয়েছে এমনই খবর।
এই বিশষ প্রশ্ন করা হলে ফের অস্বীকার করেন টাইগার। এমন যদিও হামেশাই করে থাকেন তারকারা। তারা নিজেদের প্রেমের সম্পর্কের কথা সহজে স্বীকার করতে চান না। যাই হোক, দিশা ধনুকার প্রসঙ্গে প্রশ্ন করা হলে টাইগার দাবি করেন, তিনি প্রায় ২ বছর ধরে সিঙ্গেল। তাঁর জীবনে কোনও প্রেমই আসেনি। দিশা পাটানির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এমনটাই করেছিলে টাইগার। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও সে কথা স্বীকার করেননি। বিচ্ছেদের পর জানান, সম্পর্কে ছিলেন তাঁরা। তাই এবারও সে একই পথে হাঁটছেন বলে মনে করছেন সকলে।
এর আগে আকাঙ্খা শর্মার সঙ্গে টাইগারের সম্পর্কের গুজব রটে। ক্যাসানোভা এবং আই অ্যাম এ ডিস্কো ডান্সার ২.০ দুটো মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেন টাইগার ও আকাঙ্খা। এর পর থেকেই দুজনের কেমিস্ট্রি নজর কাড়ে। অনেকেই দাবি করেন সম্পর্কে আছেন টাইগার ও আকাঙ্খা। পরে যদিও টাইগার জানান, তাদের কোনও সম্পর্ক নেই।
এদিকে পিছিয়ে নেই দিশা পাটানিও। তাঁর জীবনেও এসেছে নতুন মানুষ। সদ্য আলেকজান্ডার অ্যালেক্স নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছেন বলে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের ছবি নজর কেড়েছে সকলের। সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের আচরণে স্পষ্ট প্রেমের কথা। এদিকে কদিন আগে দিশা জানান, ২০১৫ সাল থেকে একই ফ্ল্যাটে থাকতেন দিশা ও অ্যালেকজান্ডার। রুমমেট ছিলেন। তারা ভালো বন্ধু। একে অপরের পরিবারের মতো। কিন্তু, তা নিয়ে প্রশ্ন আছে সকলের মনে। হঠাৎ করে দিশার জীবনে এই পুরনো বন্ধু কীভাবে এলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে, তাঁরা সত্যিই সম্পর্কে আছেন কি না তা সময় হলেই জানা যাবে। এভাবে অভিনেতা টাইগার স্রফ ও অভিনেত্রী দিশা পাটানির জীবনে আসা নতুন মানুষ নিয়ে ফের খবরে এলেন তাঁরা।
Post a Comment