পরা যাবে না জিন্স, কলকাতার কলেজে নয়া পোশাকবিধি নিয়ে বিতর্ক


ODD বাংলা ডেস্ক: আবার কলকাতার কলেজে পোশাকবিধি। এবার কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে জারি পোশাক ফতোয়া। কলকাতার মিন্টো পার্কের এই কলেজের ঘটনাকে ঘিরে ইতিমধ্য়েই শুরু বিতর্ক। সূত্রের খবর, মূলত 'ছেঁড়া-ফাটা জিন্স' নিয়েই কর্তৃপক্ষের মূল আপত্তি। এর জেরে শালীনতায় বিঘ্ন ঘটছে বলে তাদের দাবি। আর তার জেরেই এবার পোশাক ফতোয়া কলকাতার ওই কলেজে। এমনকী ভর্তির আগে এনিয়ে মুচলেকাও দিতে হচ্ছে। অর্থাৎ লিখে দিতে হচ্ছে ছেঁড়া জিন্স বা অশালীন পোশাক পরে কলেজে আসব না। অনেকে এতে কিছুটা নিমরাজি হয়েও সইটা করেছেন। তবে ছাত্রছাত্রীদের একাংশ এনিয়ে আপত্তি তোলা শুরু করেছেন। কারণ তাঁদের দাবি, জামাকাপড় পরার ক্ষেত্রে কেন এমন বাধা নিষেধ থাকবে? কেন জামাকাপড় পরার স্বাধীনতা থাকবে না? প্রাপ্ত বয়স্কদের এভাবে জামা কাপড় পরার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ করা যায় না। এটা কোনওভাবেই ঠিক হচ্ছে না। তবে কলেজ কর্তৃপক্ষ অবশ্য কোনও আপত্তি শুনতে রাজি নয়। তাদের দাবি কলেজের মধ্যে ওসব চলবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.