১৯ ঘণ্টা ভেন্টিলেশনের বাইরে, এখন কেমন আছেন বুদ্ধদেব

ODD বাংলা ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার দুপুরে ফুসফুসের সিটি স্ক্যান রিপোর্ট দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন থেকে বার করা সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। ১৯ ঘণ্টা পার ভেন্টিলেশনের বাইরে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনের বাইরে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি দেখা গিয়েছে। সন্তোষজনক রয়েছে তাঁর হেলথ প্যারামিটার।জানা গিয়েছে, বাইপ্যাপ সার্পোটে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আগের থেকে কমেছে শ্বাসকষ্ট। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, সামান্য অবস্থা উন্নতি হতেই বাইপ্যাপ সার্পোট নিতে চাইছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কাছে তাঁর অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, এখনও সেরকম পরিস্থিতি নেই। কিন্তু বুদ্ধবাবুর অনিচ্ছার কারণে চিকিৎসকেরা ভেবে দেখছেন টানা পাঁচ ছয় ঘণ্টা বাইপ্যাপ চালিয়ে তারপর কিছুক্ষণ বিশ্রাম দেওয়া যায় কিনা। সেসময় বুদ্ধদেব ভট্টাচার্যকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক থাকলে তাহলেই বাইপ্যাপ নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.