ভ্যাপসা গরম থেকে মুক্তি কি মিলবে! কবে ভিজবে বাংলা
ODD বাংলা ডেস্ক: বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরমে গলদঘর্ম বঙ্গবাসী। তবে অস্বস্তিকর গরম কাটিয়ে শুক্রবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত বাংলায়। শনি থেকে মঙ্গল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।উপকূলের জেলাগুলিতে রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
Post a Comment