অনন্তনাগে জঙ্গিদের গুলিতে মৃত্যু ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসারের
ODD বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় জঙ্গিদমন অভিযানে নেমেছিল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। সেই অভিযানে জঙ্গিদের গুলিতে আহত হয়ে মৃত্যু হল তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের এক জন কম্যান্ডিং অফিসার। সেনাবাহিনীর এক জন মেজর এবং জম্মু ও কাশ্মীরের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার এক অফিসার। এখনও অনন্তনাগের ওই এলাকায় চলছে অভিযান।ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, কম্যান্ডিং অফিসারের নাম মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক এবং পুলিশের ডেপুটি সুপার হিমায়ুন মুজামিল ভাট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। মনপ্রীত রাষ্ট্রীয় রাইফেলসের ১৯ তম ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার। কোকেরনাগ এলাকায় ঘন জঙ্গলের মধ্যে জঙ্গিদের গুলির লড়াইয়ের মধ্যেই এই তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।
Post a Comment