গোটা দেশজুড়ে সিগারেট নিষিদ্ধ করতে চলেছে সরকার
ODD বাংলা ডেস্ক: ব্রিটেনে সিগারেট নিষিদ্ধ করতে চলেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মূলত পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সরকারি সূত্রে খবর, দেশের পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে রক্ষা করতেই ব্রিটিশ এই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করছেন।সূত্রটি বলছে, নির্দিষ্ট একটি বছরের পর ব্যক্তিদের কাছে সিগারেটের বিক্রি রোধ করতে নতুন আইন অনুযায়ী ধূমপানের বয়স বাড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ডের ঘোষিত একটি আইনের মতোই ধূমপানবিরোধী পদক্ষেপ নেওয়ার দিকে নজর দিচ্ছেন সুনাক। নিউজিল্যান্ডের সেই আইনের অধীনে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী সকলের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
গত মে মাসে খুচরা বিক্রেতারা শিশুদের হাতে বিনামূল্যে ই-সিগারেট দিলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ব্রিটিশ সরকার।
Post a Comment