ভোটার তালিকায় নাম তুলতে আর বাধ্যতামুলক নয় আধারকার্ড, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন


ODD বাংলা ডেস্ক: ২০২৪-এ লোকসভা নির্বাচন। ভোটার তালিকায় এখনও নাম তোলা হয়নি? নতুন ভোটার হিসেবে নাম তুলতে কী কী নথি লাগবে, সেটাই ভাবছেন তো? এই নিয়েই এবার সুপ্রিম কোর্টকে তথ্য দিল জাতীয় নির্বাচন কমিশন। জানানো হল, ভোটার তালিকায় নাম তুলতে হলে এবার থেকে আর লাগবে না আধার নম্বর। পরিচয় প্রমাণের জন্য ভোটারদের আধার নম্বর সহ বিশদ বিবরণ দিতে বাধ্য করা হবে না। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভোটার তালিকা নিবন্ধনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে। তবে বর্তমানে, ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬ এবং ফর্ম ৬বি পূরণ করতে হয়। এই দুই ফর্মেই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। কিন্তু, সুপ্রিম কোর্টকে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার হিসাবে পরিচয় নিশ্চিত করার জন্যই ভোটার তালিকায় নাম তোলার সময় আধার বিবরণ চাওয়া হয়। তবে এমন নয়, আধার ছাড়া ভোটার পরিচয়পত্র তৈরি করা যাবে না।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর এক ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর ২৬-এর বি ধারা অনুযায়ী, আধার নম্বরের বিশদ দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে অস্পষ্ট ধারণা রয়েছে। তা কার্যত স্বীকার করে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.