চাঁদের বুকে 'চির নিদ্রায়' রোভার প্রজ্ঞান, এবার কী হবে চন্দ্রযান-৩-এর

ODD বাংলা ডেস্ক: ২৩ অগাস্ট, ২০২৩- গোটা বিশ্ববাসীকে চমকে দিয়ে চাঁদের মাটি ছুঁয়েছে ভারতের চন্দ্রযান-৩।  দেখতে দেখতে সেই ঐতিহাসিক কীর্তির পর দু’সপ্তাহ কেটে গেল। তারপর ইসরোর নির্দেশ মেনে একের পর এক কাজ করে চলা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের। এবার একটু বিশ্রামের পালা, এক্স হ্যান্ডলে এমনই দাবি করেছে ইসরো। তাহলে কি শেষ হয়ে গেল চন্দ্রযান ৩ মিশন? ইসরো আগেই জানিয়েছিল এক চন্দ্রদিনের আয়ু নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বে প্রথম পা রেখেছিল ল্যান্ডার বিক্রম, পেটের ভিতর ছিল রোভার প্রজ্ঞান। পৃথিবীর হিসাবে ১৪ দিন অর্থাৎ এক চন্দ্রদিবস। চাঁদে এই ১৪ দিনই সূর্যের আলো থাকে। অর্থাৎ, চাঁদে এক দিন সম্পন্ন হয় পৃথিবীর ১৪ দিনে। তার পর সূর্য ডুবে যায়।চন্দ্রযান-৩-এর যন্ত্রপাতিগুলির শক্তির মূল উৎস সূর্য। সৌরশক্তিতে কাজ করছে তারা। ফলে সূর্য ডুবে গেলে বিক্রম বা প্রজ্ঞানের সমস্ত যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ার কথা। তাদের আয়ু মাত্র ১৪ দিন। ফলে নিয়ম মেনেই ‘দিন ফুরলো’ বিক্রম ও প্রজ্ঞানের। শনিবার রাতে ইসরো এক্স হ্যান্ডেলে জানায় চন্দ্রযান ৩-এর রোভার তার কাজ সম্পন্ন করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.