সমুদ্রের তলায় সোনালী ডিমের সন্ধান পেলেন বিজ্ঞানীরা!
ODD বাংলা ডেস্ক: সমুদ্রের নীচে সোনালী ডিমের মতো দেখতে একটি বস্তুর সন্ধান পেলেন মার্কিন বিজ্ঞানীরা।
আসলে বস্তুটি কী সেটা এখনও ঠিক করে বলা যায়নি। আলাস্কা সাগরের প্রায় সাড়ে তিন হাজার মিটার নিচে রহস্যময় এই বস্তুটির সন্ধান পাওয়া গেছে। গত বুধবার সমুদ্রের (Sea) নীচে জীবজগৎ নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীদের নজরে পড়ে এই জিনিস।
সোনালী রঙের এই ডিম্বাকৃতি বস্তুটির ব্যাস ৪ ইঞ্চির কাছাকাছি। তথ্যসূত্রে খবর, এর গোড়ায় একটি ছোট ফাটল রয়েছে। সাগরের তলদেশে বস্তুটির দিকে ক্যামেরা নিয়ে যাওয়ার সময় এর পরিচয় শনাক্ত করতে গিয়ে বিজ্ঞানীরা দ্বিধায় পড়ে গিয়েছিলেন। রূপকথার গল্পের সঙ্গে মিল রয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে সোনার ডিম।
Post a Comment