অনির্দিষ্টকালের জন্য কানাডাবাসীদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করল কেন্দ্র

ODD বাংলা ডেস্ক:   খলিস্তান ইস্যুকে কেন্দ্র করে কানাডা-ভারত তোপ-পাল্টা তোপের পারদ চড়ছে। সদ্যই জানা গিয়েছিল যে, ‘মিশন ইন ইন্ডিয়া’ থেকে কানাডা তার কূটনীতিবিদদের দেশে ফিরে যাওয়ার অনুরোধ করেছিল। এবার কার্যত কানাডার মুখের ওপর জবাব দিয়ে, মোদী সরকার নিল আরও এক পদক্ষেপ। অনির্দিষ্টকালের জন্য কানাডাবাসীদের ভারতীয় ভিসার পরিষেবা বন্ধ করে দিল দিল্লি।lbs দিল্লির তরফে যে কানাডাবাসীদের ভারতীয় ভিসা পরিষেবা আপাতত বন্ধ করা হল, তার অফিশিয়াল ঘোষণা এখনও হয়নি। যে সংস্থা কানাডায় ভিসা সংক্রান্ত দফতর চালায়, সেই সংস্থা বিএলএস ইন্টারন্যাশনালও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তারা তাদের কানাডার ওয়েবসাইটে একটি নোটিস প্রকাশ করেছে। সেখানে লেখা রয়েছে,'ইন্ডিয়ান মিশনের তরফে গুরুত্বপূর্ণ নোটিস, কার্যগত কিছু কারণে ২১ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা পরিষেবা সাসপেন্ড করা হল পরবর্তী নোটিস আসা পর্যন্ত।' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.