এবার বন্ধ হচ্ছে টোটো, কড়া সিদ্ধান্ত পরিবহন মন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: অশান্তির নাম টোটো! টোটোর উৎপাতে যেন অতিষ্ঠ সাধারণ মানুষ! অনেক জেলা থেকেই টোটোচালকদের দাদাগিরির খবর আসে প্রায়ই। রাস্তায় টোটোর দৌরাত্ম্য কমাতে এবার কড়া হচ্ছে প্রশাসন।বেআইনি টোটো চলাচলে রাশ টানতে চাইছে প্রশাসন। নতুন করে কেউ যাতে রাস্তায় আর টোটো নামাতে না পারে, সেই ব্যবস্থা করছে প্রশাসন। টোটো এবং ই-রিকশা বিক্রিতে জারি হবে নতুন নিষেধাজ্ঞা।রাজ্য পরিবহণ দফতর চলতি সপ্তাহেই টোটো ডিলারদের সঙ্গে আলোচনায় বসবে। সেখানে ডিলারদের জানিয়ে দেওয়া হবে, রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো বা ই-রিকশা বিক্রি করা যাবে না।পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, যে সব ডিলার রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো বিক্রি করবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যেভাবে বেআইনি টোটো বাড়ছে তাতে একটা সময় রাস্তায় মানুষের চলাচলে বিরাট সমস্যা হতে পারে। এমনকী ভবিষ্যতে ট্রাফিক জ্যাম আরও বাড়তে পারে। তিনি আরও বলেন,কয়েক লাখ টোটো বেআইনিভাবে রাস্তায় চলছে। রেজিস্ট্রেশন ছাড়া কোনও গাড়ি বিক্রি করা যায় না।
Post a Comment