দমকলের নিয়োগেও বেনিয়ম! ২৫ জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিল হাইকোর্টের

ODD বাংলা ডেস্ক: শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে বহু শিক্ষকের চাকরি। আর এবার দমকলে নিয়োগেও অনিয়ম ধরা পড়ল। তার ভিত্তিতে ২৫ জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওই প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। বীরভূম জেলায় অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদে তাঁদের নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে বেনিয়ম খুঁজে পাওয়ায় ডিভিশন বেঞ্চ ওই অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করে দেয়।মামলার অনুযায়ী, ২০১৭ সালে অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদে ১৫০০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেইমতো রাজ্যের বিভিন্ন জেলায় এই পদে নিয়োগ করা হয়। বীরভূম জেলাতেও নিয়োগ হয়। সেই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিছু প্রার্থী। এদিন এই সংক্রান্ত মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, ‘দমকলের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়। এটি স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.