উচ্চপদে আসীন হন এই অক্ষরের জাতকরা, এঁদের প্রশংসায় সকলেই পঞ্চমুখ!

 


ODD বাংলা ডেস্ক: বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ব্যক্তির নামের প্রথম অক্ষর তাঁদের ভবিষ্যৎ, স্বভাব, ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে। বৈদিক ও সংখ্যা জ্যোতিষে আবার প্রতিটি নামের পৃথক পৃথক বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করা রয়েছে। যে অক্ষর দিয়ে নাম শুরু হয় তা ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। যেমন G অক্ষর দিয়ে যে ব্যক্তির নাম শুরু, তাঁদের পৃথক বৈশিষ্ট্য রয়েছে। অন্য দিকে এই অক্ষরের সঙ্গে এক একটি ভাগ্যাঙ্ক জড়িত। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী G অক্ষরের ভাগ্যাঙ্ক ৭। G অক্ষরের জাতকদর স্বভাব, ব্যক্তিত্ব ও স্বভাব সম্পর্কে এখানে আলোচনা করা হল।


অসাধারণ নেতৃত্বগুণের অধিকারী


বৈদির ও সংখ্যা জ্যোতিষ অনুযায়ী G অক্ষরের জাতকদের নেতৃত্ব ক্ষমতা অসাধারণ। এঁরা যে কোনও নামী প্রতিষ্ঠানে উচ্চপদে আসীন হন। আবার এই অক্ষরের জাতকরা একা থাকতে বেশি ভালোবাসেন। এঁদের বন্ধু সংখ্যা কম। তবে যে কজন বন্ধু থাকে, তাঁদের সঙ্গে এঁদের সম্পর্ক অত্যন্ত গভীর হয়। খুব সহজে রেগে যান না G অক্ষরের জাতকরা। কিন্তু একবার রেগে গেলে এঁদের শান্ত করা কঠিন হয়ে পড়ে।


মান-সম্মান লাভ করেন


শাস্ত্র মতে এই অক্ষর দিয়ে যে জাতকের নাম শুরু হয়। তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন। জীবনে দারুণ উন্নতি করেন এঁরা। আবার যে জাতকদের নাম G অক্ষর দিয়ে শুরু, তাঁরা প্রচুর মান-সম্মান লাভ করেন। যে কোনও কাজ শুরুর আগে ভালোভাবে পরিকল্পনা তৈরি করেন। সঠিক পরিকল্পনার কারণে এই জাতক-জাতিকারা জীবনে সফল হতে পারেন।


অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসেন


সংখ্যা জ্যোতিষ অনুযায়ী যে জাতকদের নাম G অক্ষর দিয়ে শুরু হয়, তাঁরা সবসময় অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলতে পারেন এই রাশির জাতকরা। এই অক্ষরের জাতকরা নিজের কাজ ও কথায় স্পষ্টতা বজায় রাখেন। এঁদের এই গুণই সকলে খুব পছন্দ করে। G অক্ষরের জাতকরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে এগিয়ে যান।


সৎ প্রেমিক


G অক্ষরের জাতকরা স্বভাবের দিক দিয়ে সৌম্য, সরল ও আকর্ষক হন। পাশাপাশি এঁরা বুদ্ধিমান হয়ে থাকেন। প্রেম জীবনেও সততার সঙ্গে সম্পর্ক পালন করেন এই জাতকরা। সৎ ও স্পষ্ট মনের প্রমিক এঁরা। অধিক আবেগপ্রবণতার কারণে লোকসানের শিকার হন G অক্ষরের জাতকরা। এঁরা যেমন কাজ পাগল, তেমনি প্রেমিকার ভালোবাসাতেও দিশেহারা থাকেন। একবার কাউকে ভালোবেসে ফেললে, তাঁর সঙ্গে সৎ ভাবে জীবনযাপন করেন। কথা বলতে ভালোবাসেন এঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.