গণেশ পুজোয় ‘অশালীন’ ভোজপুরি গান, গায়িকাকে চেয়ার ছুড়ে মারল উত্তেজিত জনতা



ODD বাংলা ডেস্ক: ভোজপুরি বিনোদন শিল্পের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা অক্ষরা সিং। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। তবে এবার গান গাইতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল অক্ষরাকে। সম্প্রতি তিনি উত্তর প্রদেশে গণেশ চতুর্থী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু সেখানে তাকে নিয়ে ঘটে গেল হৈচৈ কাণ্ড। শেষে ইভেন্ট থেকে তাঁকে নিয়ে যেতে হয় নিরাপত্তা দিয়ে। সূত্রের খবর, অক্ষরা সিং উত্তর প্রদেশের জৌনপুরে গণেশ চতুর্থীর এক অনুষ্ঠানে যোগ দেন। অক্ষরা সেই অঞ্চলে বেশ জনপ্রিয় হওয়ায় প্রচুর সংখ্যক দর্শক এসেছিলেন অনুষ্ঠানে। যখন তাকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছিল, তখন তিনি দুটি সুরেলা গান গেয়েছিলেন। এবং একেবারে শেষে তিনি একটি ভোজপুরি গান গাওয়ার সিদ্ধান্ত নেন, তখনই জনতা রেগে যায়। অনেকে মনে করেন গানটিতে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে।  যা ধর্মীয় অনুষ্ঠানে গাওয়া উচিত নয়। অক্ষরা সিং গান গাইতে শুরু করলেই জনতা এতে আপত্তি জানায় এবং হট্টগোল শুরু করে। এমনকি লোকেরা চিৎকার করে মঞ্চে চেয়ার ছুঁড়তে শুরু করে।পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অক্ষরা সিং তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।অনুষ্ঠানে প্রায় ৩০০ নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও তারা ভিড় সামলাতে পারেননি। মানুষ একে অপরের সঙ্গে মারামারি শুরু করে। পরে অক্ষরাকে মঞ্চ থেকে নামানো হয়। রিপোর্ট অনুযায়ী, ইভেন্ট চলাকালীন কিছু লোক সামান্য আহতও হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.