হু হু করে বাড়ছে ডেঙ্গি, আজই জরুরি বৈঠক নবান্নে
ODD বাংলা ডেস্ক: হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি। বাড়ছে মৃতের সংখ্যা। এডিস-আতঙ্কে কাঁপছে মানুষ। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্য়ান। এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার নবান্নে হতে চলেছে বৈঠক।নবান্ন সূত্রের খবর, ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই চার জেলার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা বলবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই পরিস্থিতিতে ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। সপ্তাহে ৪ দিন সোম-বুধ-বৃহস্পতি-শনিবার সকালে আউটডোর খোলা থাকবে।
Post a Comment