প্রয়াত ডোনাল্ড ট্রাম্প! প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ছেলের টুইটে হইচই

ODD বাংলা ডেস্ক: দুঃখের সঙ্গে ঘোষণা করছি, ডোনাল্ড ট্রাম্প প্রয়াত। আমিই ২০২৪ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী।’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ছেলের টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও জানা যাচ্ছে, এক্স হ্যান্ডলে করা ওই পোস্ট সম্পূর্ণ ভুয়ো। আসলে হ্যাকারের কবলে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। আর এই পোস্ট সেই হ্যাকারেরই কীর্তি।কেবল ট্রাম্প নয়, হ্যাকারের টার্গেটের কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি উত্তর কোরিয়াকে চূর্ণ করে দেওয়ার দাবি করে টুইটও করা হয়েছে। এই ধরনের পোস্টগুলি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এই হ্যাকিংয়ের ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে সোশ্য়াল মিডিয়ার নিরাপত্তা নিয়ে। যে কোনও সময় হ্যাকাররা এভাবে উত্তেজনা ছড়াতে পারে ও ভুয়ো খবর ছড়িয়ে দিতে পারে, এই আশঙ্কা নতুন করে বাড়ল খোদ ট্রাম্পের ছেলের অ্যাকাউন্ট বেহাত হওয়ার ঘটনায়।আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়বেন ট্রাম্প। তাঁকে দেখা যাচ্ছে আক্রমণাত্মক মেজাজে। বাইডেনকে সম্প্রতি ‘উন্মাদ’ বলেও তোপ দেগেছেন তিনি। তাঁকে ‘বোবা’, ‘পাগল’ এবং ‘অযোগ্য’ বলে গালমন্দ করতেও দেখা গিয়েছে কটুভাষী ট্রাম্পকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.