দুর্গাপূজায় ক্লাব গুলোকে ‘৭০ হাজার টাকা’ দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ODD বাংলা ডেস্ক: পুজোর ঢাকে কাঠি। কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছরে দুর্গাপুজো কমিটি গুলিকে আর্থিক সাহায্যের পরিমাণ আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্যের মমতা সরকার।রাজ্য জুড়ে প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর পুজো অনুদান ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছিল ৬০ হাজার টাকা। আর এবার এক লাফে তা ৭০,০০০। আর এই অনুদান নিয়েই এবার জল গড়ালো আদালত পর্যন্ত। বিগত বছর গুলিতে ক্লাব পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে।জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি। সেই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.