চাঁদনি মার্কেটে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন
ODD বাংলা ডেস্ক: সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে ঘটে গেল ভয়াবহ ডাকাতির ঘটনা। ঝাড়খণ্ডের লাতেহার ও বারওয়াধি অঞ্চলের মাঝখানে এই ঘটনা ঘটে। সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসের এস-৯ কোচে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গতকাল শনিবার রাত ১১টা নাগাদ ঝাড়খণ্ডের লাতেহার ও বারওয়াধি অঞ্চলের মাঝখানে অন্তত ১৫ জন ডাকাত বন্দুক ও অন্যান্য ভয়ংকর সব অস্ত্র নিয়ে সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসের এস-৯ কোচে ওঠে পড়ে ও হামলা চালাতে শুরু করে। তারা যাত্রীদের দিকে বন্দুকের নল তাক করে লুটপাট চালায়। এই ভাবে তারা কয়েকলক্ষ টাকার গয়না, নগদ টাকা এবং অন্যান্য আরও দামি জিনিসপত্র ছিনিয়ে নেয়। অন্তত ১০ জন যাত্রী আহতও হয়েছেন। ট্রেনটি বারওয়াধি ছাড়ে রাত ১১টা ৫৬ মিনিটে, ট্রেনটি ডালটনগঞ্জে পৌঁছয় রাত ১২টা ৩৭ মিনিটে। তখনই যাত্রীরা তাঁদের ক্ষোভ জানান। এখানে ট্রেনটি অন্তত ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকে। ফের আগুন কলকাতার চাঁদনি মার্কেটে। রবিবার সন্ধ্যের দিকে আগুনের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর যায় দমকলে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টা ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছেন দমকল কর্মীরা। একইসঙ্গে কী ভাবে আগুন লাগল, বা আগুনের সোর্স কী, সেটাও খুঁজে দেখার চেষ্টা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।
Post a Comment