ছেলেদের চুলের যত্ন
ODD বাংলা ডেস্ক: ছেলেদের সৌন্দর্য্যের একটি বড় অংশ তাদের চুল। ছেলেরা ত্বকের ব্যাপারে উদাসীন হলেও চুলের ক্ষেত্রে তারা মোটামুটি যত্নশীল হয়ে থাকে। তবে চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রেও তারা প্রথাগত কিছু পদ্ধতিই অনুসরণ করে থাকেন। শ্যাম্পু করা আর মাথা ধোয়া। কিন্তু এভাবে অকালে অনেকেরই চুল পরতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।
চুল আলতো শুকিয়ে নেওয়া
চুল ধোয়ার পর চুল আলতো করে মুছে নিতে হবে। বেশি জোরে ঘষাঘষি না করাই ভালো। এই সময় চুল দুর্বল থাকে। বেশি জোরে মুছলে চুল ঝরতে পারে।
হেয়ার ক্রিম ও জেল নয় বরং অ্যালোভেরা জেল
চুলের স্টাইলের হেয়ার ক্রিম বা জেল না দিয়ে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। তবে লক্ষ্য রাখবেন এই জেল যেন রাসায়নিক মুক্ত হয়। রাসায়নিক উপাদান চুলের ক্ষতি করে।
সপ্তাহে অন্তত দুইদিন তেল দিন
সপ্তাহে অন্তত দুইদিন সময় করে মাথায় তেল দিন। তেল আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর তেল ব্যবহারের পর একঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। তেলের ক্ষেত্রে জলপাই তেল, আমন্ড তেল, আর্গান তেল অনেক ভালো।
ডিমের মাস্ক
চুলের জন্য ছেলেরা ডিমের একটি মাস্ক ব্যবহার করতে পারেন। ডিমে থাকা সালফার ও প্রোটিন চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে।
ট্রিম করুন
চুপ পরিপাটি রাখাও জরুরি। ৪-৫ সপ্তাহ পর চুল একবার করে ট্রিম করান।
শক্ত করে চুল বাঁধবেন না
শক্ত করে চুল না বাঁধাই ভালো। এমনকি ক্যাপ ও না পরাই ভালো। চুলের ওপর বাড়তি চাপ চুলকে দুর্বল করে দেয়।
Post a Comment