জলের কলের বদলে টুথপেস্টের টিউব! বাঙালি বৌদির 'জুগাড়' দেখে অবাক হর্ষ গোয়েঙ্কাও

 


ODD বাংলা ডেস্ক: জলের কলের পরিবর্তে টুথপেস্টের খালি টিউব। সেই টিউবের মুখ দিয়েই বেরিয়ে আসছে জল। টিউবের মুখে ছিপি আটকে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে জল। কী শুনেই অবাক হলেন? হ্যাঁ, এদেশের এমনই এক জুগাড়ের দৃশ্য যে নেটদুনিয়ায় সামনে এসেছে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন শিল্পপতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও।


আমাদের দেশে প্রতিভার অভাব নেই। সোশ্যাল মিডিয়া খুললেই সেইসব নানান প্রতিভার নজির মেলে। নেটদুনিয়ায় দৌলতে রাতারাতি ভাইরালও হন তাবড় প্রতিভাবান ব্যক্তিরা। বিশেষত আমাদের দেশের 'জুগাড়' প্রতিভার খামতি নেই। জুগাড় অর্থাৎ সামান্য জিনিস ব্যবহার করে কোনও কার্যকরী ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতায় বোধহয় ভারতীদের কেউই টেক্কা দিতে পারবেন না। আর তেমনই এক 'জুগাড়'-এই উদাহরণ মিলেছে সম্প্রতি। এক বাঙালি বৌদির জলের কলে টুথপেস্টের টিউব লাগানোর সেই কীর্তি শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। যা মুহূর্তে হয়ে যায় ভাইরাল।


আমজনতার বাড়িতে রোজই নিত্য নতুন মেরামতি লেগেই থাকে। তবে চটজলতি মেরামতি যেমন সমসময় সম্ভব হয় না, তেমনই আবার ব্যয়বহুলও বটে। তাই তো বাতিল জিনিসপত্র দিয়ে কাজ চালানোয় বেশ দক্ষ হয় বাঙালিরা। ঠিক যেমন দেখে জলের কল মনে হলেও আসলে টুথপেস্টের খোল দিয়েই পাইপ থেকে জল ব্যবহার করে চলেছেন এক বাঙালি বৌদি। অভিনব সেই ব্যবস্থা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।


ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি পাইপের শেষের অংশে খালি টুথপেস্ট টিউবের পিছনের অংশ কেটে লাগিয়ে দেওয়া হয়েছে। আর সেই টিউবের মুখ দিয়ে কলের মত বেরিয়ে আসছে জল। জল বন্ধ করার প্রয়োজন পড়লে টিউবের মুখে শুধু ছিপি আটকে দিলেই কাজ হয়ে যাচ্ছে। এমনই এক সৃজনশীল প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন হর্ষ গোয়েঙ্কা। সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে।



নেটিজেনরা ভিডিয়োটি দেখে বেশ অবাক হয়েছেন। আবার অনেকেই বেশ মজাও পেয়েছেন। এসেছে অজস্র প্রতিক্রিয়া। বেশিরভাগ নেটিজেনের মতে, 'ভারতেই এমন প্রতিভা দেখা সম্ভব।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.