চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, শনিবারে বাংলার অশনি সংকেত?
ODD বাংলা ডেস্ক: শুক্রবারও দফায় দফায় দক্ষিনবঙ্গের সবজেলাতেই ইতঃস্তত -বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি আছে। ওদিকে শনিবার থেকে একাধিক জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টিও। সঙ্গে থাকবে দমকা হাওয়া এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট। বঙ্গে নিম্নচাপের ভ্রূকুটিতে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পূর্বমধ্যবঙ্গোপসাগরে ফুঁসছে৷ এই নিম্নচাপের দাপট আরও বাড়বে ইতিমধ্যেই ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ এই নিম্নচাপ সুগভীর নিম্নচাপে পরিণত হবে৷ এই সুগভীর নিম্নচাপের অভিমুখ উত্তর ওড়িশা ও বাংলা উপকূল৷ ফলে শুক্রবার থেকে যে হাওয়া বদল শুরু হয়েছে তা জারি থেকে শনি ও রবিবার উইকএন্ডে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির অশনি সংকেত৷ দক্ষিনবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এবং আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
Post a Comment