এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এল মেহুলি-রমিতাদের হাত ধরে
ODD বাংলা ডেস্ক: রবিবার সকাল সকাল এশিয়ান গেমসে পদক জয় ভারতের। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেলেন মেহুলিরা। গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন। আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ১৮৮৬ স্কোর করে রুপো পেয়েছে ভারতের মেয়েরা। আয়োজক চিনের মেয়েরা ১৮৯৬.৬ স্কোর করে সোনা জিতেছে। এ ছাড়া মঙ্গোলিয়া ১৮৮০ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মেহুলি-রমিতা-আশিরা। সেই ছন্দ ধরে রেখেই ফাইনালে পদক এল তাঁদের ঝুলিতে।চলতি এশিয়াডে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের ত্রয়ীর রুপো পাওয়ার পাশাপাশি সিঙ্গলস ফাইনালে প্রবেশ করেছেন রমিতা এবং মেহুলি। ৬৩১.৯ স্কোর করেছেন রমিতা দ্বিতীয় স্থানে শেষ করেছেন। এবং বাংলার মেয়ে মেহুলি ঘোষ করেছেন ৬৩০.৮ স্কোর। তিনি শেষ করেছেন পঞ্চম স্থানে।
Post a Comment