লম্বা বিরতির পর ‘জুন আন্টি’ ঊষসীকে সঙ্গে নিয়ে পর্দায় ফিরছেন ইন্দ্রাণী

ODD বাংলা ডেস্ক: এবার একটি সিরিজের হাত ধরে পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। সঙ্গী আবার 'জুন আন্টি'। বাংলায় মহিলা গোয়েন্দা বলতে বড়পর্দায় ‘মিতিন মাসি’, সিরিজে ‘দময়ন্তী সেন’।কিন্তু মহিলা তদন্তকারী অফিসার? একজনও নেই। পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী সেই শূন্যস্থান ভরাট করতে চলেছেন। তাঁর পরিচালনায় সিরিজ ‘ছোটলোক’ আসছে জি ৫-এ। সেখানেই আচমকা ঘটে যাওয়া খুনের কিনারা করবেন এক মহিলা তদন্তকারী অফিসার। এই সিরিজ দিয়েই পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। এখানেও তাঁর সঙ্গী ছোটপর্দার ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তী। দু’জনকেই শেষ দেখা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে।সিরিজ  এপ্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ‘ছোটলোক’ শব্দটা অনেক কিছু বোঝায়। সমাজের একটি বিশেষ শ্রেণিকে বোঝায়। আবার কখনও বিশেষ মানসিকতাকেও। এই সমস্ত উপাদান পটভূমিকায় রেখেই গল্প। সিরিজের শুরুতে দেখা যাবে, থানায় একটি খুনের ঘটনা ডায়েরি হয়েছে। আপাতদৃষ্টিতে ওপেন অ্যান্ড শাট কেস। কিন্তু জট ছাড়াতে যেতেই মহিলা তদন্তকারী অফিসারের হিমশিম দশা। সাধারণ নিমেষে অ-সাধারণ! কীভাবে রহস্যের কিনারা হবে? তাই নিয়েই গল্প।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.