সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি! কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: সোমবারের মতো সকালেই মুষলধারায় না হলেও, একটানা বৃষ্টি চলছে কলকাতার বিভিন্ন জায়গায়। সোমবার কলকাতার বিভিন্ন জায়গায় জল জমলেও, এদিন সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। সেরকমই সোমবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, মঙ্গ়লবার আপাতত সেই পূর্বাভাস নেই।আবহাওয়া দফতরের তরফে এদিন সকালে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।আবহাওয়া দফতরের গত রাতের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা থেকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। অন্যদিকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের স্থল থেকে পূর্ব বিহার এবং আরেকটি তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.