অবশেষে কড়াকড়িযাদবপুরের হস্টেলে, রাত দশটার পরে বাইরে নয়, নিষিদ্ধ বহিরাগতরা!

ODD বাংলা ডেস্ক: অবশেষে কড়াকড়ি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রাত দশটার পর আর কেউ ঢুকতে পারবে না। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস নির্দেশিকা জারি করলেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাত দশটার পর কোনও আবাসিক হস্টেলের বাইরে থাকতে পারবেন না। কোনও কারণে হস্টেলে না থাকতে পারলে আগে থেকে হস্টেল সুপারিনটেনডেন্টের অনুমতি নিতে হবে আবাসিকদের।গত অগাস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মেন হস্টেলেই প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে৷ এর পরেই হস্টেলে বহিরাগতদের প্রবেশ এবং আবাসিকদের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সেই ঘটনার জেরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কড়া পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে৷বহিরাগতদের গতিবিধি রুখতে নির্দেশিকায় বলা হয়েছে, হস্টেলে ছাত্রদের সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে এলে তাঁদের ভিজিটর রুমে গিয়েই দেখা করতে হবে। ছাত্ররা বহিরাগত কাউকেই নিজেদের ঘরে নিয়ে যেতে পারবেন না। যাঁরা বাইরে থেকে দেখা করতে আসবেন, তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অতিথিদের নাম, ঠিকানা, মোবাই নম্বরও নথিভুক্ত করে রাখবেন হস্টেলের নিরাপত্তারক্ষীরা৷ বহিরাগতদ কেউ যাতে ছাত্রদের ঘরে যেতে না পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে নিরাপত্তারক্ষীদের৷সেইসঙ্গে হস্টেলের আবাসিকদেরও সব সময় তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা যে কোনও সময় ওই পরিচয়পত্র দেখতে চাইতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.