আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে শুরু মা তারার বিশেষ পুজো
ODD বাংলা ডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয় মা তারার বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল। সাধক বামাখ্যাপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। আজ সারাদিন তারাপীঠে চলবে পুজো অর্চনা।পঞ্জিকা অনুসারে, ১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র কৌশিকী অমাবস্যা। ভোর ৫.৩১ মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা।অমাবস্যার তিথি শেষ হবে ১৫ সেপ্টেম্বরে। বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। মহাশ্মশানে আসেন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। বুধবার সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। আটোসাঁটো নিরাপত্তা।কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাটের পুলিশ-প্রশাসনের আধিকারিকরা তারাপীঠ মন্দির সংলগ্ন রাস্তা পরিদর্শন করেন। এমনকী, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।
Post a Comment