বৃহস্পতিবার দিনভর দুর্যোগ দক্ষিণবঙ্গে, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
ODD বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আপাতত তা অবস্থান করছে। এই নিম্নচাপটি ওডিশা উপকূল দিয়ে ছত্তিশগড়ের অভিমুখে অগ্রসর হবে। এরফলে ওডিশা এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুক্রবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে ফের একবার রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়বে গরম। উইকেন্ডে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতাও। বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ।
Post a Comment