বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বাতিল পুরকর্মীদের দুর্গাপুজোর ছুটি!

ODD বাংলা ডেস্ক: এবছর কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গি ব্যাপক আকার ধারণ করেছে। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২৬ হাজারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, কলকাতায় গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল ২,৪০০ জন। তবে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২,৭০০–এর কাছাকাছি। তাতে স্বাভাবিকভাবেই আঁচ করা যাচ্ছে ডেঙ্গি এবার কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। এই অবস্থায় দুর্গাপূজাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের ছুটি বাতিল করল পুরসভা। অর্থাৎ অক্টোবরে ছুটির দিনেও কাজ করবে পুরসভার স্বাস্থ্য বিভাগ।অন্যদিকে, এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার ফলে পুরক্লিনিকগুলিতে টেস্টও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭০ হাজার টেস্ট হয়েছে। উল্লেখ্য, দুর্গাপুজোর পর শহরে আরও ডেঙ্গি বাড়তে পারে আশঙ্কা করছে পূর্ত দফতর। তার জন্য সম্প্রতি পূর্ত দফতরের তরফে পুরসভাকে সংক্রমণের হার কমাতে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে, কেউ ডেঙ্গি আক্রান্ত হলে তাঁর বাড়ির ৫০ মিটারের মধ্যে অন্যান্য বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত হয়েছে কিনা তার খোঁজ করে নিতে হবে এবং সেই ব্যক্তির নমুনা পরীক্ষা করাতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.