কীভাবে লাগাবেন মানিপ্ল্যান্ট



 ODD বাংলা ডেস্ক: বিদেশ থেকে আনা পোথোজ জাতীয়  গাছকে মানিপ্ল্যান্ট বলে। এদের অনেকে আবার ডেভিলস প্লান্টও বলে। জল ও মাটি দুই জায়গাতেই জন্মে মানিপ্ল্যান্ট। নাম শুনে ধারণা করার কারণ নেই মানিপ্ল্যান্টে টাকা আসবে। তবে বাড়ির সৌন্দর্য্যবর্ধনের মূল্যই বা কম কী? মাটি কিংবা জল এই দুটোর ক্ষেত্রে আলাদা যত্ন প্রয়োজন। এই দুটো ক্ষেত্রেই আলাদা যত্নের বিষয়টি গুরুত্ব পায়। 


জলে মানিপ্ল্যান্ট গাছ লাগাতে


কমপক্ষে দুটি নডসহ একটি ডাল কেটে নিন। খেয়াল রাখুন ডালটি যেন সুস্থ ও পরিণত হয়। 

যেখানে পাতা বের হয় সেখানে ধারালো ছুরি দিয়ে কাটুন। 

কাটা ডালটি জলভর্তি পরিষ্কার বয়াম, জার বা বোতলে রাখুন। 

খেয়াল রাখুন নোড যেন জলে ডুবে থাকে। 

নিয়মিত জল বদলান যেন শ্যাওলা না জন্মায়। 

মানিপ্ল্যান্টের বয়াম পরোক্ষ সূর্যালোকে রাখলে শিকড়গুলো বড় হবে দ্রুত। 


মাটিতে মানিপ্ল্যান্ট লাগানোর পদ্ধতি


পটিং সয়েল আর পার্লাইট ভালোভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। 

প্রস্তুত করা মাটিতে মানিপ্ল্যান্টের কাটিং রোপণ করতে হবে। 

শুধু নোডটি মাটিতে পুতে দিন এবং খেয়াল রাখুন যেন বাকি কান্ড মাটির ওপরে থাকে। 

পরোক্ষ সূর্যালোকে রাখুন।

নিয়মিত জল দিন আর মাঝে মাঝে জৈবসার দিন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.