ত্বকের যত্নে প্রতি সপ্তাহে বালিশের কাভার পরিবর্তন করা কতটা জরুরি?

 


ODD বাংলা ডেস্ক: সুন্দর এবং দাগহীন ত্বক পাওয়ার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। তবে ত্বকের যত্নে শুধু দামি প্রসাধনী মাখলেই হবে না। চিকিৎসকরা বলছেন, প্রসাধনী ব্যবহারের পাশাপাশি সময়মতো বালিশের খোল বদলে ফেলতে হবে। ময়লাযুক্ত বালিশের কাভার ব্যবহারের ফলে ত্বকের নানা ক্ষতি হতে পারে।


চলুন জেনে নিই কেন সময়মতো বালিশের কাভার বদলানো প্রয়োজন।


১. শোয়ার সময় মাথার তেল, ধুলোবালি বালিশের খোলে লেগে যায়। এ ক্ষেত্রে সেই বালিশটি পরবর্তী সময়ে ব্যবহার করলে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, প্রতি সপ্তাহে নিয়ম করে বালিশের কাভার বদলাতে হবে।


২. ব্রণ ছাড়াও ত্বকে নানা ধরনের অ্যালার্জিজনিত সমস্যার জন্যও দায়ী বালিশের ময়লা কাভার। খালি চোখে ধরা পড়ে না এমন বহু ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় বালিশে। গরম জলে সাবান দিয়ে কিছুদিন পর পর কাভারটি ধুয়ে নিলে এমন সমস্যা দূর করা যায়।


৩. বালিশের কাভার সাধারণত সুতি কাপড়ের হয়।


সুতি কাপড় তেল, জল খুব তাড়াতাড়ি শোষণ করে নেয়। তাই সিল্ক বা স্যাটিন কাপড়ের তৈরি কাভার এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ফলে ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ভয় থাকে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.