ঠোঁটে গোলাপি আভা আনার কয়েকটি উপায়



 ODD বাংলা ডেস্ক: আমরা ত্বক ও চুলের যত্নে যতটা গুরুত্ব দিয়ে থাকি ঠোঁটের যত্নে ততটা গুরুত্ব দেওয়া হয় না। ঠোঁটের যত্নে আমরা বরাবরই অবহেলা করি। দিনের বেশির ভাগ সময় রোদে কাটালে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ঠোঁটের রঙ কালচে হয়ে যায়। এছাড়া ধূমপান ও তামাকের আসক্তি থাকলেও ঠোঁট কালো হওয়ার ঝুঁকি বাড়ে।


গোলাপি ঠোঁট পেতে চাইলে ঠোঁটের বাড়তি যত্ন নিতে হবে। কী কী করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং ঠোঁট গোলাপি হবে চলুন জেনে নেই।


১. ঠোঁটের গোলাপি রং ধরে রাখতে নিয়মিত স্ক্রাবিং করা জরুরি। ভেজা আঙুলে চিনি নিয়ে আলতো করে ঠোঁটের উপর পাঁচ মিনিট ঘষতে হবে।


তারপর জল দিয়ে ধুয়ে লিপবাম লাগিয়ে নিতে পারেন। এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন নিয়ম করে করলেই উপকার পাবেন।

২. কখনো ঠোঁট শুকনো রাখা যাবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই লিপবাম লাগিয়ে ঘুমাবেন।


এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁটের আর্দ্র ভাব বজায় রাখতে বেশি করে জল ও ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে।

৩. শিশুদের দাঁত মাজার নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঠোঁটে হলকাভাবে ঘষলে উপকার পাবেন। এতে ঠোঁটে গোলাপি ভাব আসতে পারে।


৪. এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ অলিভ অয়েল, এক টেবিল চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ ঠোঁটে আলতো করে ঘষে কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।


এতে ঠোঁটের নরম ভাব আসবে।

৫. ঠোঁটের উজ্জ্বলতা ধরে রাখতে ধূমপান ও তামাক সেবন বন্ধ করা জরুরি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.