পুরীর মন্দিরে আজ অভুক্ত জগন্নাথ, সেবায়েতকে ঘিরে ধুন্ধুমার

ODD বাংলা ডেস্ক: অভুক্ত রইলেন জগন্নাথদেব। নিষিদ্ধ সেবায়েতের জোর করে মন্দিরে প্রবেশ করা নিয়ে হুলস্থুল কাণ্ডের মাঝেই সমস্ত আচার বন্ধ রইল পুরীর জগন্নাথ মন্দিরে। যার জেরে ভোগ নিবেদন করা হল না বিগ্রহের সামনে।প্রতিদিন সকাল সাড়ে ৮টা নাগাদ প্রাতঃরাশ নিবেদন করা হয় ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রাকে। কিন্তু, শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভুক্তই রয়ে গেলেন তাঁরা। জানা গিয়েছ,দেবব্রত মহাপাত্র নামে এক সেবায়েত জানিয়েছে, ২০১৭ সালে ভিন জাতির মহিলাকে বিবাহ করার জন্য পুষ্পলকা সেবায়েতকে (সিংহরি) নিষিদ্ধ করেছিল মন্দির কমিটি। কোনওরকম পুজার রীতি পালন তো দূর অস্ত পুরীর মন্দিরে ঢোকার ক্ষেত্রেও তাঁর উপর রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু, শুক্রবার সকালে মঙ্গল আরতির সময় জোর করে সে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের চেষ্টা করে। আর তাতেই গোল বাঁধে। পুষ্পলকা সেবায়েতের (সিংহরি) মন্দিরে প্রবেশের চেষ্টার ঘটনায় রুখে দাঁড়ায় বাকি সেবায়েতরা। শুক্রবার দিনভর মন্দিরের সমস্ত ডিউটি কার্যত বয়কটের পথে হাঁটেন তাঁরা। থামিয়ে দেওয়া হয় সমস্ত রীতি আচার।যদিও মন্দিরে ভক্তদের দর্শনে কোনও বাধা পড়েনি। কিন্তু, পুজার্চনার কাজ দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত অভুক্ত থাকেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।সমস্যা মিটতে মিটতে দুপুর গড়িয়ে যায়। বেলা ২টো বেজে ২০ মিনিট নাগাদ মন্দিরের গর্ভগৃহ পরিষ্কারের কাজ শুরু হয়। এরপর বিগ্রহের সামনে প্রাতঃরাশের খাবার নিবেদন করা হয় বিকেল সাড়ে ৫টা নাগাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.