আজই করুন এই কাজ, ১ অক্টোবর থেকে অবৈধ হচ্ছে ২০০০ টাকার নোট!
ODD বাংলা ডেস্ক: আজ সেপ্টেম্বর মাসের শেষ দিন এবং কালকে মাসের পয়লা। প্রতি মাসের মতো এই নতুন মাসেও অনেক বড় পরিবর্তন আসছে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। ৩০ সেপ্টম্বের ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ সময়সীমা। গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ঘোষণা করে দিয়েছে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে। এর জন্য নির্দিষ্ট সময়সীমাও ঘোষণা করে আরবিআই। কিন্তু দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এখনও বাজারে ২৪ হাজার কোটি টাকার মতো ২ হাজার টাকার নোট পড়ে রয়েছে। প্রশ্ন হল, এই বিপুল অঙ্কের নোট যেখানে বাজারে পড়ে রয়েছে, সেখানে আরবিআই কী ব্যবস্থা নেবে? কারণ, নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের পর ২ হাজার টাকার নোট ধরে রাখলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। তবে কি টাকা জমা দেওয়ার সময় সীমা আরও কিছুটা বাড়াবে আরবিআই? প্রসঙ্গত,২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ৫০০ বা হাজার টাকার ১০টির বেশি পুরনো নোট রাখার জন্য সর্বনিম্ন ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই আইনে জেলেরও বিধান ছিল। মনে করা হচ্ছে ২০০০ টাকা নোটের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী হবে। অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার ঘরে রাখলে জেল পর্যন্ত হতে পারে।
Post a Comment