শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
ODD বাংলা ডেস্ক: নির্মাণকাজের জন্য শর্টকাট রাস্তা বানাতে চীনের দ্য গ্রেট ওয়ালের একাংশ এক্সক্যাভেটর দিয়ে কেটে ফেলেছেন নির্মাণ শ্রমিকরা।
পুলিশ বলছে, দুজন ব্যক্তি তাদের নির্মাণকাজের জন্য শর্টকাট রাস্তা বানাতে চেষ্টা করছিলেন। তাদের দুজনকেই আটক করে অধিকতর তদন্ত করা হচ্ছে।
চীনের সেন্ট্রাল শানজি প্রদেশের গ্রেট ওয়াল অংশে ক্ষয়ক্ষতি করার জন্য ৩৮ বছর বয়সি ওই পুরুষ ও ৫৫ বছর বয়সী ওই নারীকে আটক করা হয়।
এক্সক্যাভেটর নিয়ে অপর পাশে যাওয়ার জন্য গ্রেট ওয়ালে আগে থেকেই থাকা একটি ফাটল কেটে 'বড় ফাটল' তৈরি করেন তারা। পুলিশ বলছে, তারা রাস্তা কমানোর জন্য এ কাজ করেছেন।
পুলিশ আরও বলেছে, এই দুজন শ্রমিক গ্রেট ওয়ালের অপূরণীয় ক্ষতি করেছেন।
ইয়ুউ কাউন্টিতে অবস্থিত ৩২তম মিং গ্রেট ওয়ালটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।
প্রাচীরে বিশাল ফাটল দেখা গেছে বলে গত ২৪ আগস্ট খবর পেয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।
কয়েক শতাব্দী ধরে চীনের গ্রেট ওয়াল নির্মাণ, পুনর্নির্মাণ করা হয়েছে। প্রাচীরটির সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত অংশ নির্মিত হয়েছে ১৪ থেকে ১৭ শতকের মধ্যে, মিং সাম্রাজ্যের আমলে।
বেইজিং টাইমসের ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিং আমলের গ্রেট ওয়ালের ৩০ শতাংশই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ভালোভাবে সংরক্ষিত আছে মাত্র ৮ শতাংশ।
Post a Comment