সুতি কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখার কয়েকটি উপায়
ODD বাংলা ডেস্ক: গরম আবহাওয়ার ফলে মানুষের শরীর অতিরিক্ত ঘামে। সুতি কাপড় আরামদায়ক হওয়ায় আমাদের এ কাপড়ের পোশাক পরা হয় বেশি। নিয়মিত পরায় কাপড় ময়লা হয় বেশি।
ফলে আমাদের নিয়মিত কাপড় ধুতে হয়। অন্যান্য কাপড়ের তুলনায় সুতি কাপড়ের উজ্জ্বলতা কমে যায় দ্রুত। সুতির পোশাক ধোয়ার সময় উজ্জ্বলতা ধরে রাখতে কিছু কৌশল কাজে লাগাতে পারেন।
চলুন সেগুলো জেনে নেওয়া যাক।
১. রোদে সুতির কাপড় রোদে শুকাতে না দেওয়াই ভালো। এতে কাপড়ের রঙ উঠে যেতে পারে।
২. কিছু সুতির কাপড় প্রথমবার ধোয়ার পর থেকেই রঙ উঠতে শুরু করে। এ ক্ষেত্রে কাপড় ধোয়ার সময় লবণ জল দিয়ে তা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যেতে পারে।
এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে কাপড় থেকে রঙ উঠার সম্ভাবনা কমে যেতে পারে।
৩. ওয়াশিং মেশিনে সুতির কাপড় দেওয়ার সময় সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে। সুন্দর গন্ধও আসবে।
৪. সুতির কাপড় ধোয়ার ক্ষেত্রে তরল সাবান ব্যবহার করা ভালো। এছাড়া কাপড় গরম জলে ভিজিয়ে রাখা উচিত নয়। এতে রঙ আরো উঠে যেতে পারে। সুতির পোশাক ধোয়ার সময় ঠান্ডা জলই ব্যবহার করা উত্তম।
Post a Comment