বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ২ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: ঘাম এবং সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! শুক্রবার বিকেল পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকেই ফের আবহাওয়ার খামখেয়ালির সতর্কতা। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে পারে। এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলার উপরে। আর সেই কারণে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। অন্যদিকে, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারজুড়ে গুমোট আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। আকাশও থাকবে আংশিক মেঘলা।বৃহস্পতি এবং শুক্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়াবে ভ্যাপসা গরম। তাপমাত্রা থাকতে স্বাভাবিকের উপরেই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি চরমে উঠবে। কোথাও কোথাও দুই এক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে।শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে সমস্ত জেলাগুলিতেই হতে পারে ভারী বৃষ্টিপাত। এদিন বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা ভাসতে পারে ভারী বৃষ্টিতে। সোমবার আরও বাড়বে বৃষ্টি। পুজোর আগে বৃষ্টি নামক অসুরের হাত থেকে কি তাহলে রেহাই মিলবে না বঙ্গবাসীর? এখন সেই প্রশ্নই সকলের মুখে মুখে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.