উচ্চমাধ্যমিকে বসলেন বনগাঁর বিধায়ক,জানালেন স্নাতক হওয়ারও ইচ্ছা আছে


ODD বাংলা ডেস্ক: ভারতে জনপ্রতিনিধিদের নির্বাচনে দাঁড়ানোর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনওরকম মাপকাঠি নেই। সেই কারণেই ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও বিধায়ক বা মন্ত্রী হওয়া থেকে আটকায় না নির্বাচনে বিজয়ী প্রার্থীদের। তবে বিধায়ক হওয়ার পরেও নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নেওয়ার ইচ্ছা বা প্রয়াস সচরাচর দেখা যায় না।  শুধু নিজের শেখার ইচ্ছা থেকে ৪১ বছর বয়সে নতুন করে উচ্চশিক্ষার উদ্যোগ নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার সাত ভাই কালিতলা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ডের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন তিনি। এই বছরই প্রথম নয়, গত বছরও উচ্চ মাধ্যমিকের কয়েকটি পেপার পরীক্ষা দিয়েছিলেন তিনি। বিধায়ক জানান, গত বছর তিনি তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন। এ বছর আরও দুটি বিষয় পরীক্ষা দিচ্ছেন। স্বপন মজুমদারের দাবি, 'পড়াশোনার কোনও বয়স হয় না। শেখার কোনও শেষ নেই। শিক্ষাগত যোগ্যতা বাড়ানোরও কোনও বয়স হয় না।' বুধবার ছিল তাঁর এডুকেশন পরীক্ষা। আগামী ১৯ তারিখ রয়েছে তাঁর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.