বজ্রপাতের বলি ৬, দক্ষিণবঙ্গ জুড়ে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি

ODD বাংলা ডেস্ক: গতকাল বাংলার দুই জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত বহু। বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় বজ্রপাতের জেরে তিন জায়গায় দু'জনের মৃত্যু হয়, আহত আরও ৪। এদিকে গতকাল বজ্রপাতের জেরে শালতোড়া থানায় মৃত্যু হয় একজনের। সেখানে আহত ৩ জন। মৃতদের নাম সাগেন মুর্মু, মীরা বাউড়ি, সুকুরমণি হাঁসদা। এদিকে গতকল পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের নাম অঞ্জন দাস, সোমনাথ বৈষ্ণব এবং লক্ষ্মীনারায়ণ বাউড়ি। পড়শি রাজ্য ওড়িশাতেও গতকাল বাজ পড়ে মৃত্যু হয় ১২ জনের।  এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.