মাঝরাস্তায় পার্ক করা হেলিকপ্টার, ট্রাফিক জ্যামে ফেঁসে সকলে, কোথায় ঘটল এমন আজব ঘটনা?

 


ODD বাংলা ডেস্ক: হেলিপ্যাড নয়, ব্যস্ত শহরের রাস্তায় অবতরণ হেলিকপ্টারের। রাস্তার মাঝেই দাঁড়িয়ে হেলিকপ্টার। আর সেই আজব ঘটনায় ট্রাফিক জ্য়ামে নাজেহাল হতে হল সকলকে। না, কোনও রূপোলি পর্দার গল্প নয়, এক্কেবারে বাস্তবেই মিলেছে এমন ঘটনার নজির। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য। যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।


আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। সামান্য় অবসর পেলেই আট থেকে আশি সকলেই চোখ রাখে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। ইন্টারনেটে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে থাকে। যা দেখে প্রায়ই বিস্ময় জাগে। সেই রেশ বজায় রেখেই এবার শহরের রাস্তায় হেলিকপ্টার পার্ক করার ছবি দেখা গিয়েছে। অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন হাজার হাজার মানুষ। নেটপাড়ায় সেই দৃশ্যকে ঘিরে বেশ হইচই করে গিয়েছে।


আকাশপথে দ্রুত এবং সহজে যাতায়াতের জন্য জনপ্রিয় মাধ্যম হেলিকপ্টার। বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছে। তবে এবার, মাঝরাস্তাতেই হঠাৎ দেখা গেল আস্ত এক হেলিকপ্টারকে। ঘটনাটি ঘটেছে ঙ্গালুরুতে। সেখানেই বেশ কয়েকদিন আগে একটি রাস্তায় হেলিকপ্টার অবতরণ করার পর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের।


@surana620 নামে এক্স তথা পূর্বের টুইটারে ছবিটি পোস্ট করা হয়েছে। ক্যাপশন দেওয়া হয়েছে, 'পিক বেঙ্গালুরু মোমেন্ট।' যেখানে দেখা গিয়েছে, সংকীর্ণ রাস্তায় পার্ক করা হেলিকপ্টার। যা দেখে বিভ্রান্ত হয়ে যান মানুষজন। যানবাহন থামিয়ে সকলেই ওই দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশাল যানজটও শুরু হয়ে যায়। মূলত, রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারটিকে দেখতে বাইক থেকে শুরু করে অটো এবং পথচারী অনেকেই ভিড় জমান।



ছবিটি সোশ্য়াল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের ছবি বলে মনে করা হচ্ছে। অসখ্য মানুষ ছবিটি দেখে জানিয়েছেন প্রতিক্রিয়া। যেমন এক নেটিজেন লিখেছেন, 'স্থানীয় মানুষেরা কর্মক্ষেত্রে যেতে দেরি হলে অজুহাত হিসেবে এই ছবিটি ব্যবহার করতে পারেন।' পাশাপাশি আরেকজনের মতে, 'আমি আমার বসকে জানাবো একটি পাখি রাস্তা পার হচ্ছিল। তাই আমার আসতে দেরি হয়েছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.