নতুন বন্দেভারত পেতে চলেছে রাজ্যবাসী, হাওড়া থেকে কোন রুটে চলবে জেনে নিন

ODD বাংলা ডেস্ক: অনেক দিনের অপেক্ষার অবসান। পুজোর আগেই বেশ কয়েকটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিও হাওড়া স্টেশন থেকে পরিষেবা দেবে। এর আগে হাওড়-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ও হাওড়া-পুরী রুটে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা শুরু হয়েছে।একই সময় দাবি করা হচ্ছে যে এই সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। যার মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পশ্চিমবঙ্গ পেতে চলেছে। এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ও হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। তবে এবার আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কথা জানা গিয়েছে।একটি সর্ব ভারতীয় সংবাদ সংস্থা জানায় যে জামশেদপুরের বিজেপি সাংসদ বিদ্যুৎ বরণ মাহতো বলেছেন যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে টেলিফোনে বলেছিলেন যে এই ট্রেন টাটানগর এবং হাওড়া স্টেশনের মধ্যে চলবে।এর আগে চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম টাটানগর থেকে বারাণসী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করার বিষয়ে তথ্য শেয়ার করেছেন। দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোনও এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য একটি সমীক্ষা চালাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.