নৈঋত্য কোণে ভুলেও যেন না-থাকে গেস্ট রুম, কী বলছে অতিথি কক্ষের বাস্তু?



 ODD বাংলা ডেস্ক: অনেকের বাড়িতেই অতিথির জন্য নির্দিষ্ট ঘর বা গেস্ট রুম থাকে। এই গেস্ট রুমের বাস্তুর ওপরও বিশেষ নজর দেওয়া উচিত। অতিথি কক্ষের বাস্তু অতিথিদের ওপর শুভ-অশুভ প্রভাব বিস্তার করে থাকে। তাই এই ঘরটিকেও বাস্তু অনুযায়ী গড়ে তোলা ও সাজানো উচিত।


অতিথি ঘরের দিক


বায়ব্য কোণে গেস্ট রুম থাকা শুভ। দক্ষিণ-পশ্চিম অর্থাৎ নৈঋত্য কোণে এই ঘর তৈরি করবেন না। কারণ এই দিকটি শুধু মাত্র গৃহস্বামীর উপযুক্ত। আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিকেও অতিথির জন্য ঘর তৈরি করতে পারেন। এ প্রসঙ্গে কোনও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।


কেমন হবে অতিথি ঘর?


এই ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো হওয়া উচিত। যা দেখে অতিথির মন আনন্দে ভরে যায়। গেস্ট রুমের সঙ্গে লাগোয়া স্নানঘর-শৌচালয় থাকা উচিত। এই ঘরের দুটি দরজার একটি পূর্ব দিকে ও অপর দরজা দক্ষিণ দিকে হওয়া উচিত। জানালা থাকতে হবে উত্তর, পশ্চিম অথবা উত্তর-পূর্ব দিকে। বায়ব্য অর্থাৎ উত্তর-পশ্চিম অথবা আগ্নেয় কোণে গেস্ট রুম থাকলে এর বাথরুম থাকতে হবে নৈঋত্য কোণে। আবার উত্তর-পূর্ব কোণে জানালা হওয়া উচিত। উত্তর-পূর্ব দিকে তৈরি অতিথি কক্ষে পূর্বমুখী বা উত্তরমুখী দরজা অধিক উত্তম।


অতিথি কক্ষে কী কী রাখবেন?


এই কক্ষে কখনও ভারী লোহার বস্তু রাখবেন না। এতে অতিথিদের মনে হতে পারে যে আপনারা তাঁদের বোঝা ভাবছেন। এর ফলে অতিথিরা অবসাদ অনুভব করতে পারেন। এই কক্ষকে যতটা সম্ভব খালি রাখবেন। ফোল্ডিং বিছানা, সোফা কাম বেড বা দুটি পৃথক পৃথক বিছানা ব্যবহার করতে পারেন। এর ফলে কক্ষ ভরা দেখাবে না। একটি আলমারি রাখুন, যেখানে অতিথিরা জিনিস রাখতে পারে।


অতিথি কক্ষে কোন ছবি রাখবেন?


অতিথি কক্ষে একটি হাঁসের বড় ছবি রাখবেন। এর ফলে অঢেল ধন সমৃদ্ধি বাড়তে পারে। কোনও এক কোণে প্রচুর অর্থ-সম্পদের ছোট ছবিও লাগাতে পারেন। অতিথি কক্ষে বাড়ির গৃহস্বামীর চেয়ারের পিছনে পাহাড় ও উড়ন্ত পাখির ছবি লাগাবেন। এমন ছবি আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করে।


মনে রাখবেন


নৈঋত্য কোণে যেমন অতিথি কক্ষ থাকা অশুভ, তেমনই ব্রহ্মস্থানেও অতিথি কক্ষ তৈরি করার ভুল করবেন না।


বিছানা এমন ভাবে রাখবেন যাতে ঘুমানোর সময় মাথা উত্তরের দিকে থাকে।


বিছানার ওপরে বিম যাতে না-থাকে, সে দিকে লক্ষ্য রাখবেন।


অতিথি কক্ষ দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখবেন না। অন্য কক্ষের মতো এই কক্ষটিকেও ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.