এবার শুক্র গ্রহে পাড়ি দেবে ইসরো, তুঙ্গে প্রস্তুতি

ODD বাংলা ডেস্ক: চাঁদে অদেখা এলাকা দেখে, সূর্যের পথে পাড়ি দিয়ে, মঙ্গলের মাটি ছঁয়ে এবার সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহে শুক্রে পাড়ি দিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।ইতিমধ্যেই তুঙ্গে শুক্রে যাওয়ার প্রস্তুতি। সেজেগুজে তৈরি হচ্ছে শুক্রযান। এখন যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলের পরে আরও একবার ভিন গ্রহে পাড়ি দিতে চলেছে ভারত। দিল্লিতে ইন্ডিয়ান ন্যাশানাল সায়েন্স অ্যাকাডেমিতে গিয়ে এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। মঙ্গল জয় আগেই করেছে ভারত। মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ভারতের মঙ্গলযান ‘মম’। চাঁদে নেমে ইতিহাস গড়েছে ইসরো। চাঁদ, মঙ্গলের পরে এবার ইসরোর বড় লক্ষ্য সৌরজগতের আরও এক গ্রহ শুক্র। এই গ্রহে পাড়ি দেবে ইসরোর শুক্রযান। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঐতিহাসিক এই মিশনে ইসরোর পাশে দাঁড়িয়েছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা সিএনইএস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.