প্রয়াত সত্যজিত রায়ের সর্বক্ষণের-সঙ্গী!

ODD বাংলা ডেস্ক: সত্যজিৎ রায় তাঁকে ‘রায়’ সম্বোধন করতেন। আর সত্যজিৎ প্রসঙ্গে কোনও প্রশ্ন করলেই সৌম্যেন্দু রায় হেসে উত্তর দিতেন, ‘‘মানিকদা ছিলেন মাই ডিয়ার মানুষ।’’ প্রয়াত হলেন সত্যজিতের ২১টি ছবির সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়। বুধবার দুপুর ১২.৩০টা নাগাদ তিনি বালিগঞ্জের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ দিন বার্ধ্যক্যজনিত সমস্যার ভুগছিলেন বলে খবর। সত্যজিতের ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন সৌম্যেন্দু । পরবর্তী সময়ে ‘সোনার কেল্লা’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’তেও তাঁর ক্যামেরার কাজ দর্শক এখনও মনে রেখেছেন। সত্যজিৎ ছাড়াও তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতেও ক্যামেরা সামলেছিলেন সৌম্যেন্দু।সৌম্যেন্দু রায়ের প্রয়াণে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.