থামল জীবনের কাউন্টডাউন, প্রয়াত চন্দ্রযান-৩ উৎক্ষেপণের নেপথ্যে কণ্ঠ দেওয়া মহিলা বিজ্ঞানী
ODD বাংলা ডেস্ক: প্রত্যেকবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র তরফে যেকোনও রকেট উৎক্ষেপণের সময় এক মহিলা কণ্ঠে ভেসে আসত কাউন্টডাউন। '3, 2, 1, 0...', আর এবারও চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সময়েও সেই কাউন্টডাউন শেষ হতেই আকাশের বুক চিরে মহাশূন্যের দিকে ছুটে গিয়েছিল ভারতের চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ সাফল্য পেল কিন্তু, থেমে গেল সেই কাউন্টডাউনের আওয়াজ। প্রয়াত এন ভালরমাথি। চন্দ্রযান-৩ উৎক্ষেপণের মুহুর্তে ইসরোর এই বিজ্ঞানীর আওয়াজেই কাউন্টডাউন শুনেছিল গোটা বিশ্ব।শেষবার চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সময় শোনা গিয়েছিল এই ইসরো বিজ্ঞানীর স্বর। এক্স হ্যান্ডেলে (টুইটার) তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ইসরোর প্রাক্তন ডিরেক্টর ড. পি ভি ভেঙ্কিটাকৃষ্ণা। তিনি লেখেন, 'শ্রীহরিকোটা থেকে ইসরোর আগামী রকেট উৎক্ষেপণগুলিতে আর শোনা যাবে না এন ভালোরমাথি ম্যাডামের আওয়াজ। চন্দ্রযান-৩ ছিল তাঁর ফাইনাল কাউন্টডাউন। অকস্মাৎ মৃত্যু। অত্যন্ত দুঃখিত। প্রণাম।'
Post a Comment