এবার পাবেন দুয়ারে দলিল পরিষেবা, জমি-বাড়ি রেজিস্ট্রেশনে নয়া পদক্ষেপ রাজ্যের
ODD বাংলা ডেস্ক: জমি-বাড়ি কেনার পর দলিল হাতে পাওয়ার জন্য আর অন্যের ওপর নির্ভর করার দিন শেষ। এবার বাড়ির দরজাতেই মিলবে সম্পত্তির দলিল। এই পরিষেবা-কে বলা হচ্ছে 'দুয়ারে দলিল'। ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল। নবান্ন সূত্রে খবর, ওই পরিষেবা চালু এখন সময়ের অপক্ষে। মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে জমি বাড়ি কেনা হলে সেই দলিল হাতে পেতে দৌড়তে হয় রেজিস্ট্রি অফিসে। তার আগে অনলাইনের দৌলতে অবশ্য ক্রেতার হাতে চলে আসে সার্টিফায়েড কপি। এখন আসল দলিল তুলতে গিয়ে বহু মানুষ দালালের খপ্পরেও পড়ে যান। অনেক সময়ে দলিল পেতে বিপুল টাকাও খরচ করতে হয় ক্রেতাদের। এখন 'দুয়ারে দলিল' পরিষেবা চালু হলে হয়রানির হাত থেকে বাঁচবেন ক্রেতারা। বাড়িতেই হাতে পেয়ে যাবেন সম্পত্তির দলিল।
Post a Comment