জোড়া ঘূর্ণাবর্তের জের! কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার পরিবর্তন কবে হবে?

ODD বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, যার মধ্যে একটি রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। অপর ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে গত সোমবার। এর জেরে বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর আজও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। পাশাপাশি দিনভরই মেঘলা থাকবে আকাশ।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আর ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টাতেও ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায়। ফলে ভাদ্রের মাঝামাঝি এই নিম্নচাপের বৃষ্টিতে অসহ্য গরম থেকে সাময়িক রেহাই মেলার ইঙ্গিত রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.