কী পরিস্থিতিতে রয়েছে সৌরযান আদিত্য এল১? আপডেট দিল ISRO
ODD বাংলা ডেস্ক: শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যে উদ্দেশে রওনা দিয়েছিল ISRO-র আদিত্য এল১। উৎক্ষেপণ যে সফল হয়েছিল, তা আগেই জানিয়েছিলেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। কিন্তু, কোনওভাবে ভারতের এই প্রথম সৌরযান ভুল কোনও কক্ষপথ ধরে নেয়নি তো? তা নিয়ে প্রশ্ন উঠছিলই। এবার এই নিয়ে বড় আপডেট দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে সুস্থ এবং স্বাভাবিক রয়েছে আদিত্য এল১। প্রথম আর্থ-বাউন্ড ম্যানুভার বেঙ্গালুরুতে সঠিকভাবে করা হয়েছে। এই মুহূর্তে আদিত্য এল১ অবস্থান করছে ২৪৫ কিমি X ২২৪৫৯ কিমি কক্ষপথে। আগামী ৫ সেপ্টেম্বর আরও একটি বড় লাফ দেবে ISRO-র সৌরযান। এদিন বেলা ৩টে নাগাদ পরবর্তী বৈজ্ঞানিক পদ্ধতি সম্পন্ন করা হবে আদিত্য এল ১-কে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য।
Post a Comment