রবিবারের শপিং-এ জল ঢালতে আসছে বৃষ্টি!
ODD বাংলা ডেস্ক: রবিবারের সকাল থেকেই ফুরফুরে আবহাওয়া। পুজো আসতে আর মোটে ২৬ দিন বাকি।তবে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে গত কিছুদিন ধরে দামাল বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। সকাল থেকে রাত, দক্ষিণবঙ্গেও ঝেঁপে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী সপ্তাহে সোমবার থেকে কলকাতার আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।তবে ঝড়বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। গোটা দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রেহাই পাবেনা উত্তরবঙ্গ। আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই আপাতত বেশ কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।উত্তরবঙ্গে আরও ২-৩ দিন উত্তরে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এই জেলা গুলিতে।
Post a Comment