১৩ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে লম্বা 'টুইন টানেল' ভারতে!

ODD বাংলা ডেস্ক: ভারতের মাটিতে ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা 'টুইন টানেল'।তৈরির দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গনাইজেশন। অরুণাচলের সেলাতে এই টানেল তৈরি হয়ে গেলে খুব দ্রুত তাওয়াঙের সীমান্তবর্তী এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা যাবে বলে আশা করা হচ্ছে। সেনার তরফে জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকেই পুরোপুরি তৈরি হয়ে যাবে সেলার টুইন টানেল। গত ২০১৯ সালে সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালিপাড়া থেকে চারদুয়ার হয়ে তাওয়াং পর্যন্ত সড়ক প্রকল্পের অংশ হতে চলেছে সেলার এই টানেল। এই টানেলের জন্য প্রাথমিক ভাবে ৭০০ কোটি টারা বরাদ্দ হয়েছিল বলে জানা যায়। এই টানেল সম্পন্ন হয়ে গেলে তা এই এলাকার সুরক্ষার জন্য এক বড় পদক্ষেপ হতে চলেছে। জানা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই টানেলের কাজ শেষ করতে কিছুটা দেরি হয়েছে। না হলে আরও আগে সেলা টানেল তৈরি হয়ে যেত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.