সমুদ্রে নামতেই বিপদ! পর্যটকের সঙ্গে দিঘায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
ODD বাংলা ডেস্ক: একাদশীর দিন নিউ দীঘায় ঘটে গেল দুর্ঘটনা। নিউ দিঘা সৈকতে স্পিড বোটের ধাক্কা লেগে গুরুতর আহত এক পর্যটক। ঘটনা ঘিরে রীতিমতো পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। জানা যাচ্ছে, বুধবার সকালে নিউ দিঘার হলি ডে হোম ঘাটে স্নান করার সময় এক পর্যটকে আচমকাই স্পিড বোট ধাক্কা মারে। ঘটনার ওই যুবকের হাত-পা-পেট স্পিড বোটের পাখায় ক্ষতবিক্ষত হয়ে যায়। যুবকের আর্তনাদ শুনে সঙ্গে থাকা বাকি পর্যটক ও জল পুলিশ তাঁকে উদ্ধার করে। ওই পর্যটককে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত পর্যটকের নাম স্বরূপ আলি মোল্লা। তাঁর বাড়ি রাজারহাটের বিদ্যাধরপুর এলাকায়। চার বন্ধু মিলে দশমীর সকালে দিঘায় বেড়াতে যান। একাদশীর দুপুরে স্নান করতে নেমেই ঘটে যায় এমন বিপত্তি। পর্যটক মরসুমে স্পিড বোটগুলি চালানোর ফলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।এই বিষয়ে দিঘা থানার এক আধিকারিক বলেন, “সমগ্ৰ বিষয়টি খতিয়ে দেখছি আমরা। আসলে কী কারণে বা কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। কার গাফিলতি ছিল, স্পিডবোট না পর্যটকের অসাবধানতা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।” স্পিড বোটের চালককে ইতিমধ্যেই থানায় ডাকা হয়েছে।
Post a Comment